পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে চাচাতো দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলার বাহাদুরসাদী (পূর্বপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
এরা হলো গ্রামের সেলিম মিয়ার ছেলে সৈকত (৫) ও মনির হোসেনের মেয়ে ঊর্মি বেগম (৬)। ঊর্মি স্থানীয় আনন্দ স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী।
স্থানীয় বাসিন্দা সাত্তার মিয়া জানান, দুপুরে শিশু দুটি প্রতিবেশী হযরত আলীর পুকুরপাড়ে খেলা করছিল। বিকেল সাড়ে ৩টার দিকেও বাসায় না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে এলাকাবাসী পুকুর থেকে মৃত অবস্থায় প্রথমে ঊর্মিকে এবং পরে সৈকতকে উদ্ধার করে।
কালীগঞ্জ থানার ওসি মোস্তফাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।