হালুয়াঘাটে দুই কলেজছাত্র হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ব্যাডমিন্টন খেলা নিয়ে সৃষ্ট বিরোধে দুই কলেজছাত্র খুনের ঘটনায় প্রধান আসামি সারোয়ার ইবনে নূর ওরফে নাহিদ নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার বিকেলে উপজেলার সাহাপাড়া বটতলা এলাকা থেকে নাহিদকে গ্রেপ্তার করা হয়।
হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মো আলমগীর এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় হালুয়াঘাট উপজেলার সাহাপাড়ায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হন কলেজছাত্র আকাশ (২৩) ও সৌরভ (২৪)। এ সময় শূন্য (২৪) নামের আরেক যুবক আহত হন। ব্যাডমিন্টন খেলা নিয়ে সৃষ্ট বিরোধ মিটাতে শনিবারের ডাকা শালিসের বিচারক ছিলেন নাহিদ।
এ ঘটনায় আজ সকালে নিহত আকাশের বাবা অধ্যাপক মজিবর রহমান বাদী হয়ে সাহাপাড়ার নাহিদ (৩২), সোহান (২৩), রাজীব (২২), আকাশ (২৪), অনিকসহ (২০) নয়জনের নামে এবং অজ্ঞাত আরো ১০ থেকে ১২ জনকে আসামি করে হালুয়াঘাট থানায় হত্যা মামলা করেছেন।
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় দুই কলেজছাত্র হত্যা মামলার প্রধান আসামি সারোয়ার ইবনে নূর ওরফে নাহিদ (বাঁয়ে) ও হালুয়াঘাট থানার ওসি।
আজ সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ দুই কলেজছাত্রের ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রাত সাড়ে ৮টার দিকে নিহতদের জানাজা শেষে দাফন করা হয়।
পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা জানান, উপজেলা সদরের সাহাপাড়ায় গ্রামের যুবকরা প্রতিদিন সন্ধ্যার পর ব্যাডমিন্টন খেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় এক রাউন্ড খেলা শেষ হলেও সোহান নামের এক যুবক খেলার কোর্ট না ছাড়ায় সৌরভের সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সোহানকে চড় মারে সৌরভ। পরক্ষণেই সৌরভ ‘সরি’ বললেও সোহান তা মেনে নেয়নি। শুক্রবার সন্ধ্যায় খেলতে এসে সৌরভ ও আকাশ আগের ঘটনা নিয়ে ব্যাডমিন্টন কোর্টে মারামারি করেন। এ ঘটনা মীমাংসা করতে শনিবার সন্ধ্যায় সাহাপাড়া বটতলায় সালিশ বসে। সালিশে কথা কাটাকাটির একপর্যায়ে সৌরভ ফের আকাশকে চড় মারে। একপর্যায়ে আকাশ ও সোহানের সমর্থকরা সৌরভ ও আকাশকে বুকে ও পাজরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যায় তারা। আহত হয় শূন্য। পরে শূন্যকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। হতাহতরা সবাই একই এলাকার বাসিন্দা।
আকাশের বাবা হালুয়াঘাট শহীদ স্মৃতি কলেজের অধ্যাপক মজিবুর রহমান ও সৌরভের বাবা আনোয়ার হোসেন।