নেত্রকোনায় শেষ হলো জেলা প্রশাসক টেনিস টুর্নামেন্ট

মহান বিজয় দিবস উপলক্ষে নেত্রকোনার সদর উপজেলায় ৩২ দলের অংশগ্রহণে শেষ হয়েছে জেলা প্রশাসক টেনিস টুর্নামেন্ট।
গতকাল শনিবার রাতে উপজেলার মোক্তারপাড়া টেনিস ক্লাবের মাঠে মাসব্যাপী লীগ পর্যায়ের খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসক (ডিসি) ড. মুশফিকুর রহমান টেনিস টুর্নামেন্টেন দ্বৈত ও একক পর্বের চূড়ান্ত খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. বাবর আলী মীর, অতিরিক্ত জেলা প্রশাসক মো. খালিদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম, নেত্রকোনা টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাচ্চু, সাবেক সম্পাদক ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবদুল ওয়াহেদ, জেলা প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, রাইফেলস ক্লাবের সাধারণ সম্পাদক সারোয়ার জাহান রঞ্জন, রেড ক্রিসেন্ট সেক্রেটারি গাজী মোজাম্মেল হোসেন টুকু, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ভজন দাস প্রমুখ।