বাস-প্রিজনভ্যান সংঘর্ষে ২ আসামি, ৪ পুলিশ আহত

মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার দুই ব্যক্তিকে নিয়ে ঢাকা আসার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে তাদের বহন করা পুলিশের প্রিজনভ্যানটি। এ ঘটনায় ওই দুই ব্যক্তি ও পাঁচ পুলিশ সদস্য আহত হন। আজ বুধবার সকালে গাজীপুরের রাজেন্দ্রপুরে ভাওয়াল জাতীয় উদ্যানের সামনে দুর্ঘটনার কবলে পড়ে প্রিজনভ্যানটি।
urgentPhoto
নাওজোর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. বাহার বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুরে একটি খালি বাস মোড় ঘুরতে গেলে বিপরীত দিক থেকে আসা পুলিশের প্রিজনভ্যানটির সংঘর্ষ ঘটে। এতে দুই আসামিসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।
এ বিষয়ে টঙ্গী থানার এসআই মো. মনিরুজ্জামান জানান, আহত ব্যক্তিদের টঙ্গী হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ওই দুই ব্যক্তিকে আজ সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার কথা ছিল। তবে তাৎক্ষণিকভাবে আহত সব পুলিশ সদস্যের নাম জানা যায়নি।
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক বলেন, ‘আহতদের মধ্যে পুলিশের নায়েক মোস্তাফিজের অবস্থা গুরুতর। তাঁর মাথায় আঘাত লেগেছে। তিনি ময়মনসিংহে কর্মরত। আসামি আমজাদ হোসেনের মাথায়ও আঘাত আছে। এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।’
এর আগে গতকাল মঙ্গলবার মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন ফুলবাড়িয়া উপজেলার কেশরগঞ্জ গ্রামের হাজি আমজাদ হোসেন ও ভালুকজান গ্রামের রিয়াজ উদ্দিন ফকির।