কম্বল ও টিন বিতরণ করলেন আরিফ খান জয়

নেত্রকোনায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি। ছবি : এনটিভি
নেত্রকোনায় দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে চার শতাধিক কম্বল ও ৯৫ বান্ডিল ঢেউটিন শীতবস্ত্র বিতরণ করেছেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। আজ সোমবার দুপুরে বারহাট্টা উপজেলা কমপ্লেক্সে এসব সামগ্রী বিতরণ করা হয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরিফ খান জয় বলেন, হাওর ও পাহাড়বেষ্টিত নেত্রকোনা জেলায় দুই দফা বন্যায় ও প্রাকৃতিক দুর্যোগে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এ অঞ্চলে শীতের প্রকোপ এমনিতেই একটু বেশি থাকে। তাই মানুষের কষ্ট লাঘবে শীতার্ত এবং ক্ষতিগ্রস্ত হতদরিদ্রদের মাঝে ব্যক্তিগতভাবে এসব বিতরণ করা হচ্ছে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলার নির্বাহী কর্মকর্তা ফরিদা পারভিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল আজিজ, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ, সাংগঠনিক সম্পাদক দীপক কুমার সাহা সেন্টু, যুবলীগের সাধারণ সম্পাদক সুরাফ নূরী।