চলনবিল থেকে বাবা ও ছেলে-মেয়ের লাশ উদ্ধার

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চলনবিল থেকে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।
urgentPhoto
নিহতরা হলেন তাড়াশ উপজেলার চলনবিল অঞ্চলের গাটধারী গ্রামের মাদ্রাসাশিক্ষক আলতাফ হোসেন (৩৭) এবং তাঁর মেয়ে আলিফা খাতুন (৮) ও ছেলে নাফিল হোসেন (৬)।
পরিবার জানিয়েছে, আলতাফ হোসেন তাঁর দুই সন্তানকে নিয়ে গতকাল সোমবার বিকেলে চলনবিলে মাছ ধরার জন্য বাড়ি থেকে বের হন। এর পর থেকে তাঁদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সারা রাত বিভিন্ন জায়গায় খুঁজেও তাঁদের সন্ধান মেলেনি। সকালে বাড়ির পাশে বিলের পানিতে তিনটি লাশ এলাকাবাসী দেখতে পায়। পরে পরিবারের লোকজনকে খবর দিলে তাঁরা এসে তাঁদের শনাক্ত করেন।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশগুলো উদ্ধার করেছে। তবে এটি হত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা জানতে তদন্ত শুরু করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। তবে ধারণা করা হচ্ছে, মাছ ধরার কোনো একসময় আলতাফ হোসেন চলনবিলের পানিতে পড়ে যান। তাঁকে উদ্ধার করার জন্য দুই সন্তান এগিয়ে গেলে তারাও পানিতে ডুবে যায়। এতেই তাদের মৃত্যু হয়।