গাজীপুরে অস্ত্র ও গাড়িসহ দুজন গ্রেপ্তার

গাজীপুরে রিভলবার ও গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে জয়দেবপুর থানার পুলিশ। এ সময় তাঁদের ব্যবহৃত প্রাইভেটকার ও একটি ট্রাক জব্দ করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের ভূরুলিয়া গ্রামের বিশ্ব সাহা (৩৬) ও কুষ্টিয়ার কুমারখালী উপজেলার তেবাড়িয়া এলাকার শাহ আলম (৩৮)।
জয়দেবপুর থানাধীন পুবাইল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, গাজীপুর সিটি করপোরেশনের পুবাইলের মাঝুখান পশ্চিমপাড়া এলাকায় গতকাল রোববার দিবাগত রাতে ১৫-১৬ জনের ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ ঘটনা টের পেয়ে টহল পুলিশের একটি দল ডাকাতদের ধাওয়া করে টঙ্গী-কালীগঞ্জ সড়কের মাঝুখান ব্রিজের পাশে দুই ডাকাতকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়। এ সময় তাঁদের কাছ থেকে একটি ম্যাগাজিন ও পাঁচটি গুলিসহ একটি রিভলবার উদ্ধার এবং তাঁদের ব্যবহৃত একটি ট্রাক ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।