নেত্রকোনায় ১০ জয়িতাকে সম্মাননা ক্রেস্ট

নেত্রকোনায় বিভিন্ন ক্ষেত্রে অবদান ও সাফল্যের জন্য ১০ জয়িতাকে সম্মাননা ক্রেস্ট ও সাটিফিকেট দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে শনিবার বিকেলে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় পাঁচটি ক্ষেত্রে অবদান ও সাফল্যের স্বীকৃতি স্বরূপ জয়িতাদের এই সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়।
মহিলাবিষয়ক অধিদপ্তর নেত্রকোনার উদ্যোগে জেলার ব্র্যাক, নারী প্রগতী সংঘসহ বিভিন্ন এলাকার নারীদের অংশগ্রহণে স্থানীয় পাবলিক হলে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে ১০ জয়িতার হাতে সম্মাননা ক্রেস্ট ও সাটিফিকেট তুলে দেন জেলা প্রশাসক ড.মুশফিকুর রহমান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ফেরদৌসী বেগম, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মতীন্দ্র সরকার জেলা কৃষক লীগের সভাপতি কেশবরঞ্জন সরকার, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তাহেজা বেগম, জেলা ব্র্যাক প্রতিনিধি প্রবাল সাহা, নারী প্রগতী সংঘের জেলা ব্যবস্থাপক আলী আমজাদ খান প্রমুখ।
সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট পাওয়া জয়িতারা হলেন সামাজিক উন্নয়নে অসামান্য অবদান রাখা মোছা. কুলসুমা আক্তার ও সালমা আক্তার। অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী সৈয়দা নাজনীন সুলতানা সুইটি ও শিরিনা আক্তার পাঠান। শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী মরিয়ম আক্তার ও মনোয়ারা আক্তার। নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা শেফালী হাজং ও নূরনাহার বেগম এবং সফল জননী হিসেবে পুরস্কৃত হয়েছেন মনোয়ারা বেগম ও নূরুন্নাহার বেগম।