কাপাসিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ১

গাজীপুরের কাপাসিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে শামীম (৪৫) নামের একজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার সিংহশ্রী ইউনিয়নের নামিলা এলাকায় এ ঘটনা ঘটে।
শামীমের বাড়ি ময়মনসিংহের পাগলা থানার পাঁচহাজার এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, ভোরে উপজেলার নামিলা এলাকায় মকবুল ও জামালের বাড়িতে একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় টের পেয়ে এলাকাবাসী তাদের ঘেরাও করে। পালানোর চেষ্টা করলে এলাকাবাসী ধাওয়া দিয়ে একজনকে ধরে ফেলে এবং বাকিরা পালিয়ে যায়। পরে তাঁকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। তাঁর বিরুদ্ধে গাজীপুরের কাপাসিয়া, কালীগঞ্জ, ময়মনসিংহের পাগলা থানায় ১৫/১৬টি মামলা রয়েছে বলে ওসি জানান।