‘জঙ্গি’ আবু শামের সহযোগী আটক

বগুড়ার শেরপুর উপজেলা থেকে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে আটকের তথ্য জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তাঁর নাম ইসমাইল হোসেন।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার ধাওয়াপাড়া এলাকার একটি বাড়ি থেকে ইসমাইলকে আটক করা হয় বলে জানিয়েছেন র্যাব-১৪ এর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি ) গৌতম ঘোষ।
র্যাব কর্মকর্তা আজ বুধবার সকালে আরো জানান, এর আগে গত ২ নভেম্বর জাহাঙ্গীর আলম শ্রাবণ ওরফে আবু শাম নামের এক ‘জঙ্গিকে’ গ্রেপ্তার করা হয়। তাঁর তথ্যের ভিত্তিতেই ইসমাইলকে আটক করা হয়। তিনি আবু শামের সহযোগী।
ইসমাইল বগুড়া শেরপুর উপজেলার ধাওয়াপাড়ার বাসিন্দা এবং আজিজুল হক ডিগ্রি কলেজের ছাত্র। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
র্যাব জানায়, গত ২ নভেম্বর ময়মনসিংহ ত্রিশাল সদরের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সংযোগ সড়কের কেরানী বাড়ির মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ‘জঙ্গি’ জাহাঙ্গীর আলম শ্রাবণ ওরফে আবু শামকে। শাম জিজ্ঞাসাবাদে কয়েকজন সহযোগীর নাম জানায়। এর মধ্যে ইসমাইলকে আটক করা হয়েছে। তাঁকে ত্রিশাল থানায় একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।