নেত্রকোনায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ সমাপ্ত

তৃণমূল পর্যায়ে খেলাধুলার সার্বিক প্রসার ও উন্নয়নের লক্ষ্যে বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের মোক্তারপাড়া মুক্তমঞ্চে সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত ৮ অক্টোবর থেকে শুরু হওয়া সাঁতার প্রশিক্ষণ আজ মঙ্গলবার শেষ হয়। জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে নেত্রকোনার পৌরসভার পুকুরে এই প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নেত্রকোনা জেলা শিক্ষা কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আবদুল বারী, নেত্রকোনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূরুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি আবু নাসের মিলু, অতিরিক্ত সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান, যুগ্ম সম্পাদক সারোয়ার হাসান রুবেল প্রমুখ।
এ সময় নেত্রকোনা সদর উপজেলার সাঁতার প্রশিক্ষণে অংশ নেওয়া ছয়টি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আবদুল বারী জানান, মাসব্যাপী প্রশিক্ষণে বিভিন্ন স্কুলের ৮০ জন সাতারু অংশ নেয়। ১১ থেকে ১৬ বছর বয়সের শিক্ষার্থীদের ৩০ জনকে পরবর্তী পর্বের জন্য বাছাই করা হয়। এদের মধ্যে ১৫ জনকে নতুন করে সাঁতার শেখানো হয় ও বাকি ১৫ জনকে বিভিন্ন সাঁতারের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে সেরা ১০ জন সাঁতারু বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবে।
এই প্রশিক্ষণের পরিচালক ছিলেন শাহনুর কবীর মুন্না এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রশিক্ষক মো. মুখলেছুর রহমান।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করেন জেলা প্রশাসক।