বিদ্যুৎ সংযোগ পেল নেত্রকোনার ২ হাজার পরিবার

‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ স্লোগান সামনে রেখে নেত্রকোনার আটপাড়া উপজেলার দুই হাজার পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।
গতকাল রোববার বিকেলে উপজেলার চার ইউনিয়নের ১২টি গ্রামের পরিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করা হয়।
বিদ্যুৎ সংযোগ পাওয়া গ্রামগুলো হলো : তেলিগাতী ইউনিয়নে মঙ্গলসিদ্ধ, শ্রীপুর, আমাটি, শ্রীধরপুর ও শ্রীরামপুর গ্রাম, দুয়জ ইউনিয়নের মোগলহাটা গ্রাম, লুনেশ্বর ইউনিয়নের কাউপুর, বামনদী, গোয়াতলা ও ভোগাপাড়া গ্রাম এবং শুনই ইউনিয়নের স্বল্প শুনই ও দশভাগিয়া গ্রাম।
লুনেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবুল মনসুর খানের সভাপতিত্বে কাউপুর গ্রামে ও তেলিগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল হালিমের সভাপতিত্বে মঙ্গলসিদ্ধ গ্রামের বাজারে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইফতিখার উদ্দিন তালুকদার পিন্টু।
বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করে ইফতিখার উদ্দিন তালুকদার বলেন, বঙ্গবন্ধু গ্রামের মানুষের জন্য স্বপ্ন দেখতেন। অন্ধকারে ডুবে থাকা গ্রামগুলোতে বিদ্যুতের আলো দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করেছে বর্তমান সরকার। সরকার শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, বিদ্যুৎ থেকে শুরু করে সব ধরনের সেবামূলক কার্যক্রম পৌঁছে দিচ্ছে মানুষের ঘরে ঘরে।
২০২১ সালের মধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বে খ্যাতি অর্জন করবে। ২০১৮ সালের মধ্যে আটপাড়ায় কোনো গ্রাম আর বিদ্যুৎহীন থাকবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) মজিবুর রহমান, আটপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজি খায়রুল ইসলাম ও আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রমিজুল হক।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস রানা আঞ্জু, সাংগঠনিক সম্পাদক ও তেলিগাতী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর হাসান, আওয়ামী লীগ নেতা কামাল হোসেন, মো. আবদুল হালিম, লুনেশ্বর ইউপি চেয়ারম্যান মো. মাহফুজুল ইসলাম শাহীন প্রমুখ।