স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুমের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে আলটিমেটাম

ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শেখ শাহ আলম মাসুমের (৩৫) ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে আলটিমেটাম দিয়েছেন নেতাকর্মীরা। গতকাল শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ থেকে এই আলটিমেটাম দেওয়া হয়।
বিকেলে শহরের বিপিন পার্ক এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা স্বেচ্ছাসেবক লীগ। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আবার সেখানে গিয়েই শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
সমাবেশে বক্তারা ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। দাবি মানা না হলে হরতালের মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। এতে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এ বিএম নুরুজ্জামান খোকন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোফাখার হোসেন খোকন, যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল মিন্টু, জেলার সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সোহেল গনি প্রমুখ।
গত সোমবার রাতে স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুমকে শহরের সাহেব কোয়ার্টার এলাকায় এলোপাথাড়ি কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে তাঁকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালের নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হয়।
এ ব্যাপারে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোল্লা মো. আবু কাউসার এনটিভি অনলাইনকে বলেন, পুলিশ প্রশাসনকে বিষয়টি জানানো হলেও এখন পর্যন্ত তাঁরা কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তবে আমি আশা করছি, পুলিশ দ্রুততম সময়ে মাসুমের হামলাকারীদের গ্রেপ্তার করবে।
ময়মনসিংহ রেঞ্চের উপমহাপরিদর্শক (ডিআইজি) নিবাস চন্দ্র মাঝি বলেন, মাসুমের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের জন্য পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম বলেন, পুলিশ কঠোর অবস্থানে আছে, জড়িতদের ধরতে অভিযান চলছে।