প্রস্তুতি ভালো না হওয়ায় জেএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা!

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় কীটনাশক পান করে এক জেএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে হাসপাতালে নেওয়ার পর ওই ছাত্রীর মৃত্যু হয়।
শিক্ষার্থী সোনিয়া আক্তার (১৪) কেন্দুয়ার সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়ত। সে উপজেলার মাসকা ইউনিয়নের সাতাশি গ্রামের আবদুল কদিরের মেয়ে। সোনিয়া কেন্দুয়া পৌর শহরের চন্দগাতি এলাকায় মামা আবু সাদেকের বাড়িতে থেকে পড়াশুনা করে আসছিল।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম সোনিয়ার পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, সোনিয়া জেএসসি পরীক্ষার্থী ছিল। কিন্তু সে ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি। বেশ কয়েকদিন ধরে সোনিয়া তার পরিবারের সদস্যদের এই কথা বলে আসছিল। ফলাফল খারাপ হওয়ার আশঙ্কায় মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে নিজের শোয়ার ঘরে সোনিয়া কীটনাশক পান করে। পরে তার গোঙানির শব্দ শুনে বাড়ির লোকজন তাকে দ্রুত কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সোনিয়া।