ট্রেনের কামরা থেকে অচেতন তরুণীকে উদ্ধার

ঢাকা থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনের কামরা থেকে অজ্ঞান অবস্থায় এক তরুণীকে উদ্ধার করা হয়েছে। তাঁর নাম রেহেনা। সে অপহরণের শিকার হয়েছিল বলে জানা গেছে।
গফরগাঁও উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলম আরা বেগম জানান, তরুণীকে নেশা জাতীয় কিছু খাওয়ানো হয়েছিল। নেশার মাত্রা বেশি থাকায় জ্ঞান ফিরতে অনেক সময় লেগেছে। এখন অনেকটা সুস্থ হয়ে উঠেছে। এ ছাড়া সে গাজীপুরের শ্রীপুর মাওনা শাহজাহান টেক্সটাইলের পোশাককর্মী বলে জানান তিনি। গত রোববার তাকে অপহরণ করে একদল দুর্বৃত্ত।
ওই তরুণীর অভিযোগ, ঘটনার দিন বিকালে ছুটির পর বাসায় ফেরার পথে সন্ধ্যার কিছু আগে কয়েকজন লোক তাকে রাস্তা থেকে জোর করে সিনএজিচালিত অটোরিকশায় তুলে নেয়। এর বেশি কিছু তার মনে নেই। আর ট্রেনের কামরায় কীভাবে তার জায়গা হলো সেটাও সে বলতে পারছে না। গতকাল সোমবার সন্ধ্যায় জ্ঞান ফিরে তরুণীর।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ট্রেন গফরগাঁও পৌঁছালে যাত্রীদের অনুরোধে সবুজ নামে এক যাত্রী অচেতন তরুণীকে ট্রেন থেকে নামান। পরে স্থানীয়দের সহায়তায় গফরগাঁও হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।