নগর উন্নয়নে প্রয়োজন সমন্বিত প্রচেষ্টা : স্পিকার

এনটিভির পুরোনো ছবি
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নগর পরিকল্পনাবিদ, স্থপতি, সেবাসংস্থাগুলোসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত কর্মপ্রচেষ্টার মাধ্যমে নগরের উন্নয়ন হতে পারে।
গতকাল শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে বিশ্বব্যাংক আয়োজিত টেকসই নগর উন্নয়ন নিয়ে দুই দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী পর্বে এ কথা বলেন স্পিকার।
বাংলাদেশ সব ধরনের অর্থনৈতিক সূচকে এগিয়ে যাচ্ছে মন্তব্য করে শিরীন শারমিন বলেন, এখন নগর উন্নয়নে নিজেদের সক্ষমতা বাড়িয়ে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।
দেশের উন্নয়নের জন্য নগরের উন্নয়ন জরুরি মন্তব্য করে জনপ্রতিনিধিদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান স্পিকার।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রসহ দেশের বিভিন্ন বিভাগীয় শহরের সিটি করপোরেশন, পৌরসভার মেয়র ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন।