চাঁদাবাজির প্রতিবাদে মানিকগঞ্জে পরিবহন মালিক শ্রমিকদের বিক্ষোভ

পরিবহন খাতে চাঁদাবাজির প্রতিবাদে আজ বৃহস্পতিবার মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস অটোটেম্পো ওনার্স গ্রুপের নেতারা। ছবি : এনটিভি
পরিবহন খাতে চাঁদাবাজির প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস অটোটেম্পো ওনার্স গ্রুপের নেতারা।
গতকাল বুধবার ওনার্স গ্রুপের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর চাঁদাবাজির অভিযোগ করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও শ্রমিক লীগের সভাপতি।
আজ বৃহস্পতিবার দুপুরে ওনার্স গ্রুপের সভাপতি ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হেসেনের নেতৃত্বে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিল বের করা হয়। ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে মিছিলটি কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে শেষ হয়।
সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা নিজেদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কাজী এনায়েত হোসেন টিপু ও শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকারের বিরুদ্ধেই চাঁদাবাজির অভিযোগ করেন।
এ নিয়ে ক্ষমতাসীন দলের দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে।