পুলিশের হাত থেকে আসামি ছিনতাই, পুনরায় গ্রেপ্তার

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পুলিশের হাত থেকে ছিনতাই হওয়া আসামি এনাজুলকে আবার গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে জেলা শহরের কুরপাড় এলাকা তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, কলমাকান্দার সদর ইউনিয়নের ছত্রংপুর গ্রামের এনাজুল অনেক দিন ধরে এলাকায় হেরোইন, ইয়াবা বড়িসহ বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা করছিলেন। তাঁর বিরুদ্ধে মাদক আইনে দুটি মামলা রয়েছে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মিজানুর রহমান জানান, গত ২০ অক্টোবর এনাজুলকে নিজ বাড়ি থেকে আটকের পর পুলিশের ওপর হামলা চালায় তাঁর সহযোগীরা। এরপর তাঁরা এনাজুলকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় জড়িত থাকার দায়ে এনাজুলের স্ত্রীসহ নয়জনকে আটক করে আদালতে পাঠানো হয়। এরপর এনাজুলকে আবার গ্রেপ্তার করা হয়।