বর্তমান সরকারের অধীনেই আগামী নির্বাচন : সৈয়দ আশরাফ

সৈয়দ আশরাফুল ইসলাম। ছবি : এনটিভি
বিএনপি গত নির্বাচনে অংশ না নিয়ে যে ভুল করেছে, ভবিষ্যতে আর সে রকম ভুল করবে না বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেছেন, ‘আগামী নির্বাচন বর্তমান সংবিধান অনুযায়ী হবে। বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে। এটা আমাদের সংবিধানের নিয়ম, এর কোনো ব্যতিক্রম নেই।’
urgentPhoto
শুক্রবার জাতীয় শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা ‘বাঙ্গালীর হৃদয়ের ফ্রেমে জাতির পিতা’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন ও সংবাদচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
অনুষ্ঠানে সৈয়দ আশরাফ বলেন, ‘যেকোনো রাজনৈতিক দলের রাজনীতি করার সুযোগ রয়েছে। নির্বাচনে অংশগ্রহণ করা বা না করা দুটোরই চয়েস আমাদের সংবিধানে আছে। গতবার বেগম খালেদা জিয়া ভুল করেছেন নির্বাচনে না এসে। আশা করি, আগামীতে তিনি সেই ভুল করবেন না।’