ময়মনসিংহে হত্যার হুমকির অভিযোগে জাপা নেতার বিরুদ্ধে জিডি

হত্যার হুমকির অভিযোগ এনে ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির (জাপা) জ্যেষ্ঠ সহসভাপতি মুনীর চৌধুরীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দলের অঙ্গসংগঠন জাতীয় ছাত্র সমাজের এক নেতা।
ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সদস্য কাউসার আহমেদ গত ৭ অক্টোবর ময়মনসিংহ কোতোয়ালি থানায় জিডি করেন।
শুক্রবার দুপুরে কাউসার তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে এ-সংক্রান্ত একটি পোস্ট দেওয়ায় বিষয়টি জানাজানি হয়।
এ বিষয়ে জানতে চাইলে ছাত্র সমাজের নেতা কাউসার বলেন, গত ৩০ সেপ্টেম্বর ময়মনসিংহ সেনা অডিটোরিয়াম সিনেমা হলের টেন্ডার হয়। তিনি মাসিক ৪০ হাজার টাকা ভাড়ায় এক লাখ টাকা জামানত দিয়ে হলটি ভাড়া নেন। এ নিয়েই গত ৭ অক্টোবর বিকেলে হলের সামনে এসে জাপা নেতা মুনীর চৌধুরী তাঁকে হত্যা ও লাশ গুম করার হুমকি দেন। পরে তিনি কোতোয়ালি মডেল থানায় জিডি করেন। জিডি নম্বর ৫৮৬।
কাউসার আহমেদ অভিযোগ করে বলেন, ‘মুনীর চৌধুরী দলের কারো কাছে না গিয়ে আমার পেছনে মাস্তান লাগিয়ে ভয় দেখাচ্ছেন।’
এ বিষয়ে জানতে চাইলে জাপা নেতা মুনীর চৌধুরী বলেন, কাউসার চার বছর ধরে একই হলে তাঁর কর্মচারী হিসেবে কাজ করে আসছিল। লোকসান হওয়ায় তিনি হলটি ছেড়ে দিয়েছেন। কাউসার সিনেমা বুকিং বাবদ বিভিন্ন সময়ে তাঁর কাছ থেকে প্রায় আট লাখ টাকা নিয়েছেন কিন্তু ফেরত দেননি।
মুনীর চৌধুরী বলেন, ‘হল ছেড়ে দেওয়ার পর এই টাকার জন্য চাপ দেওয়ায় সে (কাউসার) আমার বিরুদ্ধে থানায় ডায়েরি করে এবং ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে।’
এ ব্যাপারে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য ফখরুল ইমাম বলেন, ‘বিষয়টি আমি জানি না। এটা হয়তো তাদের ব্যক্তিগত বিষয় হতে পারে। আমাকে কেউ এর আগে জানায়নি।’