আ. লীগ ক্ষমতায় থাকলে উন্নয়ন অব্যাহত থাকবে : বেলাল

নেত্রকোনা ৫ আসনের সংসদ সদস্য (এমপি) বীরপ্রতীক ওয়ারেসাত হোসেন বেলাল বলেছেন, যত দিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে, ততদিন দেশের উন্নয়ন অব্যাহত থাকবে।
গতকাল বুধবার বিকেলে জেলার পূর্বধলা চৌরাস্তায় আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বেলাল এই মন্তব্য করেন।
আওয়ামী লীগের এই এমপি বলেন, বেকার সমস্যা দূরীকরণ, ভূমিহীনদের আবাসন ব্যবস্থা, খাদ্য নিরপত্তা নিশ্চিত করেছে শেখ হাসিনার সরকার।
জনসভায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা ইমাম হাসান সভাপতিত্ব করেন। সংগঠনের যুগ্ম সম্পাদক মোতাহার হোসেন বকুলের পরিচালনায় জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পূর্বধলা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, জেলা যুবলীগের সভাপতি মাসুদ খান জনি, উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক হোসনে আরা বেগম লুৎফা, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চিত্রা খানম, ধলামূলগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি)চেয়ারম্যান নুরুল আমিন খান প্রমুখ।
জনসভায় বক্তব্যের পর শ্যামগঞ্জ-দুর্গাপুর-বিরিশিরি দুই লেনের মহাসড়ক নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন বেলাল।
ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী দিদারুল আলম তরফদার, পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নমিতা দে, ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব প্রমুখ।