খালেদা জিয়ার গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ

খালেদা জিয়ার গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের দাবিতে সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল করে সদর থানা ও পৌর বিএনপির নেতাকর্মীরা। ছবি : এনটিভি
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
আজ সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা ও পৌর বিএনপির উদ্যোগে এসব কমর্সূচি পালন করা হয়।
সকালে চাঁপাইনবাবগঞ্জ কোর্ট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নিউমার্কেট এলাকা ঘুরে পাঠানপাড়ায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ, বিএনপি নেতা আমিনুল ইসলাম মতি, আবদুল বারেক প্রমুখ।
বক্তারা সরকারের সমালোচনা করে খালেদা জিয়ার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের দাবি জানান।