নেত্রকোনায় দম্পতির লাশ উদ্ধার

নেত্রকোনা শহরে এক দম্পতির লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুর দেড়টায় সাতপাই বাবলু স্মরণী এলাকার নিজ ঘর থেকে ওই দম্পতির মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতদের নাম মিহির কান্তি বিশ্বাস (৬৮) ও তাঁর স্ত্রী তুলিকা বিশ্বাস (৫০)।
নিহত মিহির বিশ্বাস বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন। তাঁর স্ত্রী তুলিকা চন্দ জেলা সমাজসেবা কার্যালয়ের মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
দম্পতিদের গৃহপরিচারিকা জয়া রানী জানান, গত বুধবার দুপুরে তিনি ওই বাসা থেকে কাজ করে গিয়েছিলেন। পরে আজ শুক্রবার আবার বাসায় কাজ করতে এসে দেখেন ঘরের তালা বন্ধ। এ সময় তিনি ঘরের ভেতর থেকে দুর্গন্ধ বের হয়ে আসা টের পান। সন্দেহ হলে বিষয়টি আশপাশের লোকজনকে তিনি জানান।
পরে খবর পেয়ে ময়মনসিংহ থেকে এসে মিহির বিশ্বাসের ছোট ভাই সমীর বিশ্বাস স্থানীয়দের উপস্থিতিতে তালা ভেঙে ঘরে প্রবেশ করেন। পরে রান্নাঘরের মেঝেতে তুলিকার মরদেহ ও বেডরুমে খাটের ওপরে মিহিরের মরদেহ দেখতে পান তিনি। দুজনের মরদেহই পচে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।
তুলিকার ভাই মৃত্যুঞ্জয় চন্দ জানান, ওই বাসায় শুধু তাঁর বোন তুলিকা ও মিহির থাকতেন। ওই দম্পতির সুমন নামে এক ছেলে ঢাকায় ও সুমি নামে এক মেয়ে থাকেন সিলেটে। ছেলে সুমন সর্বশেষ দুর্গাপূজায় নেত্রকোনায় এসেছিলেন।
বাসার সবকিছু এলোমেলো ও আলমারির তালা ভাঙা অবস্থায় পাওয়া গেছে বলেও জানান মৃত্যুঞ্জয়।
খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এস এম আশরাফুল আলম, মোহাম্মদ ছানোয়ার হোসেন (সদর সার্কেল), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর তৈমুর ইলী।
এ সময় এসপি জয়দেব চৌধুরী জানান, পুলিশ তদন্ত করছে। ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।