ময়মনসিংহে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫৫

ময়মনসিংহে চলছে পুলিশের বিশেষ অভিযান। জেলার বিভিন্ন স্থান থেকে আজ রোববার ভোর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) নূর-ই-আলম জানান, অভিযানে গ্রেপ্তারকৃতরা মাদকসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামি।
অভিযানে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা ৩৭ জনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া ত্রিশাল থানা ২২ জনকে, মুক্তাগাছা ও ভালুকা থানা ১৫ জন করে মোট ৩০ জনকে গ্রেপ্তার করেছে। সব মিলিয়ে গতকাল শনিবার ভোর থেকে আজ ভোর পর্যন্ত ১৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
হঠাৎ এই বিশেষ অভিযান কেন চালানো হচ্ছে—জানতে চাইলে নূর-ই-আলম বলেন, বিশেষ অভিযানে বাহিনীর সদস্যদের মধ্যে কর্মচঞ্চলতা বাড়ে, অপরাধী গ্রেপ্তার বৃদ্ধি পায় এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়।
গত ৬ অক্টোবর দিবাগত রাত ১২টা থেকে শুরু হওয়া এই অভিযান চলবে ১৩ অক্টোবর পর্যন্ত।