নেত্রকোনায় নৃত্য উৎসব অনুষ্ঠিত

‘যে পায়ে ঘুঙুর দোলায়, সে পায়ে কি শেকল মানায়’ স্লোগানকে প্রতিপাদ্য করে ‘নৃত্যের প্রাণ-বেদনায় শঙ্কাবিনাশী চেতনায় বিশ্ব জেগে উঠুক’- প্রত্যয়ে নেত্রকোনায় অনুষ্ঠিত হয়েছে নৃত্য উৎসব। উৎসবে সন্মাননা স্মারকও দেওয়া হয়।
বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে শনিবার রাত আটটায় শহরের মোক্তারপাড়ার মুক্তমঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা জেলা শাখার সভাপতি নিগার সুলতানা মুক্তার সভাপতিত্বে নৃত্য উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ড. মো. মুশফিকুর রহমান।
বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক তমা রায় ও সংস্কৃতি কর্মি চিন্ময়ের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পুলিশ সুপার জয়দেব চৌধুরী, পৌরসভার মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, নৃত্যশিল্পী সংস্থা নেত্রকোনা জেলা শাখার উপদেষ্টা সাইফ খান বিপ্লব প্রমূখ। এর আগে অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন আয়োজকরা।
বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে এই উৎসবে নৃত্যশিল্পে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ খ্যাতিমান নৃত্যশিল্পী বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী,বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সদস্য আফরোজা সুলতানা পান্নার হাতে প্রধান অতিথি জেলা প্রশাসক সন্মাননা স্মারক তুলে দেন ও সংবর্ধনা দেওয়া হয়।
হাজারো দর্শকের উপস্থিতিতে উৎসবে নৃত্যশিল্পী আফরোজা সুলতানা পান্না নৃত্য পরিবেশন করেন। এ ছাড়া একক নৃত্য,দলীয় নৃত্য,গারো নৃত্য,স্বর্প নৃত্য,শিশুদের নৃত্য ও ইস্যুভিত্তিক নৃত্য পরিবেশন করে দর্শকদের আনন্দ দেন নৃত্য শিল্পিরা।