জয় হত্যাচেষ্টা মামলা : তদন্ত প্রতিবেদন ১ নভেম্বর
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়েছে। আগামী ১ নভেম্বর এ মামলার পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনসারী এই দিন ধার্য করেন।
মামলাটিতে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজ দিন ধার্য ছিল। কিন্তু পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সহকারী পুলিশ সুপার (এএসপি) হাসান আরাফাত আদালতে প্রতিবেদন দাখিল করতে পারেননি। এরপর বিচারক প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ নির্ধারণ করেন।
মামলার অভিযোগে বলা হয়, জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সহসভাপতি যুক্তরাষ্ট্রপ্রবাসী মোহাম্মদ উল্লাহ মামুন এবং দেশে ও দেশের বাইরে অবস্থানরত বিএনপির উচ্চপর্যায়ের নেতারা জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্র করেছেন। সন্দেহ করা হচ্ছে যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশে সজীব ওয়াজেদ জয়ের জীবননাশসহ ক্ষতির ষড়যন্ত্রে লিপ্ত আছেন বিএনপির নেতৃত্ব। এ ষড়যন্ত্র বাস্তবায়নে বিএনপির হাইকমান্ড দেশ ও দেশের বাইরে থেকে অর্থায়ন করছে।
এ ঘটনায় ২০১৫ সালের ৪ আগস্ট ডিবির পরিদর্শক ফজলুর রহমান পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেই জিডি পরে মামলায় রূপান্তরিত হয়।

আদালত প্রতিবেদক