নেত্রকোনার ৫টি আসনে আ. লীগকে জয়ী করতে উপমন্ত্রীর আহ্বান

আওয়ামী লীগ জনবান্ধব সরকার তাই তারা জনগণের কল্যাণে কাজ করে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। তিনি বলেন, বর্তমান সরকার সব সময় সাধারণ মানুষের পাশে থাকে।
গতকাল শনিবার নেত্রকোনা সদর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপমন্ত্রী।
আরিফ খান জয় বলেন, দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসঙ্গে বিশ্ব নেতাদের সঙ্গে কথা বলেছেন। নেত্রকোনার হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদেরও দেখতে এসেছিলেন প্রধানমন্ত্রী।
এ সময় আওয়ামী লীগের ঐক্য অটুট রেখে আগামী সংসদ নির্বাচনে জেলার পাঁচটি আসনে প্রার্থীদের জয়ী করে তা শেখ হাসিনাকে উপহার দিতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান এই উপমন্ত্রী।
আজ জেলা পাবলিক হল মিলনায়তনে নেত্রকোনা সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযান এবং ভোটকেন্দ্র কমিটি করার লক্ষে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সদর আওয়ামী লীগের সভাপতি এস এম বজলুল কাদের শাহজাহান এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক জিএম খান পাঠান বিমল।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান, সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরু, উপজেলা চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দিন খান, নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, আওয়ামী লীগ নেতা নূর খান মিঠু, জেলা কৃষক লীগের সভাপতি কেশব রঞ্জন সরকার প্রমুখ।