নেত্রকোনায় ৪৫৫টি মণ্ডপে দুর্গাপূজা

নেত্রকোনা পৌরসভার উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার সম্মেলন কক্ষে শুক্রবার দুপুরে পৌরসভার মেয়র নজরুল খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন পৌরসভার ৪৬টি পূজামণ্ডপের সভাপতি ও সম্পাদকরা। এ ছাড়া জেলার পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা নির্মল কুমার দাস, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মঙ্গল চন্দ্র সাহা রায়, সাধারণ সম্পাদক সমীর ভদ্র রানা, সহসভাপতি কেশব রঞ্জন সরকার প্রমুখ।
সভায় জানানো হয়, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নেত্রকোনায় ৪৫৫টি স্থানে অনুষ্ঠিত হবে। জেলা পূজা উদযাপন কমিটির তথ্যমতে, এ বছর জেলা শহরসহ ১০টি উপজেলায় ৪৫৫টি মণ্ডপ ও মন্দিরে পূজা উদযাপিত হবে।
নেত্রকোনা পৌরসভায় ৪৬টি, সদর উপজেলায় ৫৪টি, দুর্গাপুরে ৫৬টি, কমলাকান্দায় ৫৬টি, বারহাট্টায় ৪৯টি, কেন্দুয়ায় ৩৯টি, আটপাড়ায় ৩৬টি, মদনে ১৪টি, মোহনগঞ্জে ৩১টি, খালিয়াজুরিতে ৩১টি ও পূর্বধলায় ৪৯টি পূজামণ্ডপে সাজানোর কাজসহ পূজার প্রস্তুতি চলছে পুরোদমে।
নেত্রকোনা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মঙ্গল সাহা রায় বলেন, আগামী ২৫ সেপ্টেম্বর সোমবার বোধন অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার ষষ্টীপূজার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজা। ৩০ সেপ্টেম্বর শনিবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে এ উৎসব আয়োজনের।