বিদ্যুৎ পেল নেত্রকোনার হাওরাঞ্চলের চার গ্রাম

নেত্রকোনার হাওর উপজেলা মোহনগঞ্জের চারটি গ্রামের ৪০০ গ্রাহকের বাড়ি বিদ্যুতায়নের আওতায় আনা হয়েছে। এই গ্রামগুলো হলো তেঁতুলিয়া ইউনিয়নের জৈনপুর, ভাটাপাড়া, কেন্দুয়া ও আব্দুল্লাপুর।
আজ বুধবার দুপুরে হাওর এলাকার জৈনপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যুতায়ন কর্মসূচির উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেবেকা মোমিন।
এ সময় রেবেকা মোমিন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ এই স্লোগানে তাঁর নেতৃত্বে বাংলাদেশের ঘরে ঘরে আলো জ্বলছে। সেই আলোই গ্রামে গ্রামে পৌঁছে দিয়ে একদিন বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করবে।
মোট এক কোটি ৪৩ লাখ ৮৭ হাজার ২০০ টাকা ব্যয়ে ৯ কিলোমিটার দীর্ঘ বিদ্যুৎ লাইন স্থাপন করা হয়। আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সেচ সুবিধা সৃষ্টিতে প্রথম পর্যায়ে ৪০০ গ্রাহককে বিদ্যুৎ সংযোগের আওতায় আনা হয়েছে।
গ্রাম বিদ্যুতায়ন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পল্লী বিদ্যুতের উপমহাব্যবস্থাপক মো. আক্তরুজ্জামান। হাজারো গ্রামবাসীর উপস্থিতিতে এই সভা পরিচালনা করেন তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম মুরাদ।
এ সময় অন্যদের মত্যে বক্তব্য দেন মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌরসভার মেয়র লতিফুর রহমান রতন, নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. মজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ ইকবাল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হান্নান রতন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।