মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক আহমেদ স্মরণে দোয়া মাহফিল

মুক্তিযুদ্ধের সময় ৪ নম্বর টাইগার কোম্পানির কমান্ডার আলহাজ আবু সিদ্দিক আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে নেত্রকোনা সদর উপজেলার কে-গাতী ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজারে জামিয়া হরমোজা ফয়জুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে এ সভা হয়।
কালিয়ারা-গাবরাগাতী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলী আজগর খান পাঠান শরীফের সভাপতিত্বে, বাংলা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রহিমের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন অবসরপ্রাপ্ত কাস্টমস কর্মকর্তা টাইগার কমান্ডার মুক্তিযোদ্ধা আবু আক্কাস আহমেদ।
অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নূরুল আমিন, সাবেক কমান্ডার হায়দার জাহান চৌধুরী, চা বোর্ডের সাবেক জি এম মুক্তিযোদ্ধা আবদুল মতিন, সাবেক ডেপুটি কমান্ডার আবদুল মতিন মাস্টার, বারহাট্টা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ্ আবদুল কাদির, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আইয়ুব আলী, সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন, মুক্তিযোদ্ধা আলী আজগর খান পন্নী ও জামিয়া হরমোজা ফয়জুল উলুম মাদ্রাসার বড় হুজুর মাওলানা শাফায়েত হুসাইন আকন্দ।
সভার শুরুতে মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক আহমেদকে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভাশেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার সভাপতি মাওলানা আবদুল মালেক।