লেগুনা-কাভার্ডভ্যান সংঘর্ষ, নিহতের সংখ্যা বেড়ে ৫

গাজীপুর সদরে লেগুনা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে লেগুনাচালক ও সহকারীসহ পাঁচ ব্যক্তি নিহত হয়েছেন। এর মধ্যে ঘটনাস্থলেই তিনজন ও হাসপাতালে নেওয়ার পর আরো দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরো পাঁচজন হাসপাতালে ভর্তি আছেন। আজ শুক্রবার সকাল ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন লেগুনার চালক গাজীপুরের ইটাহাটা এলাকার হযরত আলীর ছেলে সাইদুর (২৪), চালকের সহকারী মমিন (২৬) ও লেগুনাযাত্রী ভোগড়া এলাকার তমির শেখের স্ত্রী মনি (২৬)। নিহত অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতাল ও গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই বাহার আলম এলাকাবাসী ও চিকিৎসকের বরাত দিয়ে জানান, সকালে গাজীপুরের চান্দনা চৌরাস্তাগামী যাত্রীবাহী লেগুনার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়েমুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই লেগুনার চালক, তাঁর সহকারী ও এক যাত্রী মারা যান। হাসপাতালে নেওয়ার পর দুজন মারা যান।
ময়নাতদন্তের জন্য লাশগুলো গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ছাড়া দুর্ঘটনায় আহত যাত্রীদের মধ্য থেকে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপতালের কর্তব্যরত চিকিৎসক।
ক্ষতিগ্রস্ত লেগুনা ও কাভার্ডভ্যানটি উদ্ধার করে নাওজোর পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে। তবে ঘটনার পর কাভাডর্ভ্যানের চালক ও তার সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এসআই বাহার।