নেত্রকোনার ছাত্রলীগ নেতাকে আটক করেছে ডিবি

নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা সাদা পোশাকে ধরে নিয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে তোফায়েলকে শহরের রূপালী ব্যাংকের পাশ থেকে আটক করা হয়।
তোফায়েল আহমেদের চাচা নেত্রকোনার কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক রিয়াজ উদ্দিন জানান, তোফায়েলকে কোন অভিযোগে ধরে নিয়ে যাওয়া হয়েছে, তা বলেনি পুলিশ।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুল আলম জানান, তোফায়েল আহমেদকে ঢাকার ডিবি পুলিশের একটি দল নিয়ে গেছে। তবে তাঁকে কেন নিয়ে গেছে বা তাঁর বিরুদ্ধে কী অভিযোগ আছে, তা জানা যায়নি।
কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক রিয়াজ উদ্দিন জানান, রাত সাড়ে ৯টার দিকে কালো রঙের কাচ ও হালকা সাদা রঙের একটি মাইক্রোবাসে করে ৮ থেকে ১০ জন ডিবি পুলিশ শহরের রূপালী ব্যাংকের পাশে এসে নামে। তারা চার থেকে পাঁচজন সেখানে থাকা ব্যক্তিগত কার্যালয় থেকে তোফায়েলকে তুলে নেয় মাইক্রোবাসে। অন্যরা কান্দিউড়া এলাকায় বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়ে তোফায়েলের মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যায়। আধঘণ্টা মধ্যে ডিবি পুলিশ কেন্দুয়া ছেড়ে আঠারবাড়ী-ময়মনসিংহ সড়কের দিকে তাঁকে নিয়ে যায়।
রিয়াজ উদ্দিন আরো জানান, বাড়ির লোকজন পুলিশের কাছে তল্লাশির কারণ জানতে চায়। উত্তরে পুলিশ বাড়ির সবাইকে চুপ থাকতে বলে।