মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় এসআই নিহত

মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়া নামক স্থানে ঢাকা-আরিচা মহাসড়কে গাড়িচাপায় আবুল বাশার (৩২) নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন।
আজ সোমবার বেলা সাড়ে ৩টার দিকে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি বাশারকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল বাশার টাঙ্গাইলের কালীহাতি থানায় কর্মরত ছিলেন। তিনি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া এলাকার আওলাদ ভাদরীর ছেলে। তাঁর দুই সন্তান রয়েছে।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামীন-উদ দৌলা জানান, আবুল বাশার ছুটিতে বাড়ি এসেছিলেন। আজ শিবালয় উপজেলার তেওতা গ্রামের আত্মীয়র বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে চিকিৎসক দেখানোর জন্য মানিকগঞ্জ শহরে যাচ্ছিলেন। বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুখুরিয়া নামক স্থানে অজ্ঞাতনামা একটি গাড়ি তাঁর মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পরে নিহত পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।