সাধ্যের মধ্যে মিলছে গরু, ক্রেতা-বিক্রেতা সবাই খুশি

একদিন পরেই পবিত্র ঈদুল আজহা। আর কোরবানির এই ঈদ উপলক্ষে রাজধানীর দুই সিটি করপোরেশনের নির্ধারিত তিনদিনের পশুর হাটের আজ শেষ দিন।
শেষ দিনে পশুর হাটে গিয়ে দেখা যায়, ক্রেতা ও বিক্রেতা সবাই পশুর কেনাবেচায় ব্যস্ত সময় পার করছেন। সাধ্যের মধ্যে কোরবানির পশু কিনতে পেরে অনেকে হাসিমুখে বাড়ি ফিরছেন। অপরদিকে হাটে যাঁরা পশু নিয়ে এসেছিলেন, আজ তাঁদের বেশ ভালোই বিক্রি হচ্ছে।
রাজধানীর আফতাবনগর পশুর হাটে গিয়ে দেখা যায়- গরু, ছাগল কিনে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছেন ক্রেতারা। অনেকে আবার গরুর চোখ কালো কাপড়ে বেঁধে টেনে নিয়ে যাচ্ছেন। বিক্রেতারা হাসিল ঘর পর্যন্ত গরু টেনে নিয়ে এসে টাকা বুঝে নিয়ে ক্রেতার হাতে তুলে দিচ্ছেন গরু।
শাহিন আলম বনশ্রী এলাকার বাসিন্দা। আজ দুপুরে এক লাখ ২০ হাজার টাকায় একটি গরু কিনেছেন। গরুর দাম সম্পর্কে তিনি এনটিভি অনলাইনকে জানান, সাধ্যের মধ্যেই গরুটি কিনতে পেরেছেন।
শাহীন আলম আরো জানালেন, দুদিন ধরে এই হাটেই গরু কেনার জন্য ঘুরছিলেন তিনি। গত কাল রাতেও গরু ব্যবসায়ীরা এই সাইজের গরুর দাম চেয়েছিলেন দুই লাখ টাকার ওপরে। আর আজ দাম চেয়েছেন দেড় লাখ টাকা। পরে দামাদামি করে এক লাখ ২০ হাজার টাকায় কিনতে পেরেছেন তিনি।
শমসের আলী নামের এক গরু ব্যবসায়ী এনটিভি অনলাইনকে জানালেন, তিনদিন আগে ১১টি গরু হাটে নিয়ে এসেছেন তিনি। কিন্তু গতকাল পর্যন্ত একটি গরুও বিক্রি হয়নি। তবে আজ সকালে ৮০ হাজার টাকায় একটি গরু বিক্রি করতে পেরেছেন তিনি। লাভ খুব বেশি হয়নি তবে যেহেতু আজকেই শেষ হাট, সে কারণে অল্প লাভেই গরু ছেড়ে দিচ্ছেন বলে জানান তিনি।
হাসিল ঘরের সামনে গরু নিয়ে লাইন ধরে দাঁড়িয়ে আছেন ক্রেতা-বিক্রেতারা। হাসিল ঘরের দায়িত্বে থাকা ব্যক্তিরা হিমশিম খাচ্ছেন। প্রতিটি হাটেই বেশ কয়েকটি করে হাসিলঘর বাসানো হয়েছে।
অন্যদিকে পশুর হাটের নিরাপত্তায় পুলিশ, র্যাবসহ অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হাটে আছেন। জাল টাকা শনাক্ত করার জন্য হাটে মেশিন বসিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
রাজধানীর সব হাটেই গরু, ছাগল বিক্রির পাশাপাশি পশুখাদ্য বিক্রির জন্য আলাদা দোকান বসেছে। এ ছাড়া রঙিন কাগজের মালা, বিভিন্ন রঙের দড়ি বিক্রি হচ্ছে হাটে। ক্রেতারদের দৃষ্টি আকর্ষণ করার জন্য বিক্রেতারা কেউ কেউ তাদের পশুগুলোকে বিভিন্নভাবে সাজিয়ে রেখেছেন। অন্যদিকে ক্রেতারা কেউ কেউ গরু কেনার পর শখের বশে রঙিন দড়ি, রঙিন মালা গলায় ঝুলিয়ে গরু নিয়ে বাসায় ফিরছেন।