ঝিনাইদহে দুজনকে ফেনসিডিলসহ গ্রেপ্তারের দাবি

ঝিনাইদহে ট্রাকে করে ফেনসিডিল বহনের অভিযোগে গ্রেপ্তার হওয়া দুজন। ছবি : এনটিভি
ঝিনাইদহ-মাগুরা সড়কের কাটাখালী বাজার থেকে ৭৭০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করার দাবি করেছে র্যাব। গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্প ওই অভিযান চালায়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন রাজবাড়ীর পুইজোর গ্রামের আরিফ (২৮) ও শাহাদাত হোসেন (৩০)।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের সহকারী কমান্ডার এএসপি নুরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর থেকে ছেড়ে আসা একটি ট্রাকের গতিরোধ করা হয়। মাগুরার কাটাখালী বাজারে ট্রাকটি রেখে চালক পালিয়ে যায়। গ্রেপ্তার করা হয় ট্রাকচালকের সহকারীসহ দুজনকে। এ সময় ট্রাকে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় ৭৭০ বোতল ভারতীয় ফেনসিডিল পাওয়া যায়।
জব্দ করা ফেনসিডিল যশোরের বাগআঁচড়া থেকে রাজবাড়ীর পাংশা উপজেলায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানান র্যাব কর্মকর্তা।