নেত্রকোনায় বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় বন্যাদুর্গত মানুষের মধ্যে গতকাল শনিবার বিকেলে ত্রাণ বিতরণ করেন আওয়ামী লীগ নেতা কর্নেল (অব.) নূর খান। ছবি : এনটিভি
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। বারহাট্টা উপজেলার বাউশী ইউনিয়নের হারুলিয়া এবং আসমা ইউনিয়নের মনাস গ্রামে এসব ত্রাণ বিতরণ করা হয়।
গতকাল শনিবার বিকেলে স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্নেল (অব.) নূর খান ব্যক্তিগত উদ্যোগে এসব ত্রাণ বিতরণ করেন। তিনি নেত্রকোনো জেলা রেড ক্রিসেন্টের সাবেক সভাপতি।
হারুলিয়া ও মনাস গ্রামের পাঁচ শতাধিক বন্যাদুর্গত মানুষের মধ্যে শুকনা খাবার ও ঈদসামগ্রী বিতরণ করা হয়।
আওয়ামী লীগ নেতা কর্নেল (অব.) নূর খান বন্যার্ত এলাকা ঘুরে ঘুরে মানুষের খোঁজখবর নেন এবং সহযোগিতার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।