ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন বৃদ্ধ বাবা!

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ছিনতাইকারীদের হাতে আহত ছেলের মৃত্যুর খবর শুনে বৃদ্ধ বাবা মারা গেছেন বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন ও পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল রাতে ছিনতাইকারীদের হাতে খুন হন ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক কাকন মিয়া (২১)। বাড়িতে এ খবর শুনে স্ট্রোকে (মস্তিষ্কে রক্তক্ষরণ) আক্রান্ত হন তাঁর বাবা আবুল কাসেম (৬৫)। সেখানেই তাঁর মৃত্যু হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার সানোয়ার হোসেন জানান, নিহত কাকন মিয়ার বাড়ি পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়নের গায়লাপাড়া গ্রামে। তিনি ওই এলাকায় ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। গতকাল রাত ২টার দিকে কাকন মিয়া শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের শ্যামগঞ্জ মোড় থেকে তিন যাত্রীকে নিয়ে পূর্বধলা-দেওডোকুন বাজার সড়কের ছোছাউড়া নামক স্থানে এলে ধারাল অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে জখম করে ছিনতাইকারীরা। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
সানোয়ার হোসেন জানান, স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কাকন মিয়াকে উদ্ধার করে প্রথমে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরিবারের বরাত দিয়ে তিনি জানান, এই খবর শুনে স্ট্রোক হয়ে তাঁর বাবা আবুল কাসেম মারা যান।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব জানান, ধারণা করা হচ্ছে মোটরসাইকেল ছিনতাই, ভাড়া নিয়ে অথবা পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনাটি ঘটতে পারে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। তবে দুর্বৃত্তদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।