ঈদে ঘরমুখো মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নেই

এ বছর বৃষ্টি বেশি হওয়ার কারণে দেশের অর্ধশত রাস্তার এক থেকে তিন কিলোমিটার পর্যন্ত পানির নিচে রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে রাস্তাগুলো দ্রুত সারিয়ে তোলা হচ্ছে বলে জানান তিনি। ফলে ঘরমুখো মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও মনে করেন তিনি।
আজ বৃহস্পতিবার দুপুরে মহাসড়কে যানজট পরিদর্শন করে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা টোলপ্লাজায় সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের। এবারের ঈদে সড়ক-মহাসড়ক যানজটমুক্ত থাকবে এবং মানুষকে ভোগান্তিতে পোহাতে হবে না বলে আশা প্রকাশ করেন তিনি।
মন্ত্রী বলেন, ‘এ পর্যন্ত পানির নিচে এখনো ডুবে আছে আমাদের প্রায় ৫০টি পয়েন্ট, এক থেকে তিন কিলোমিটার। এই অবস্থায় আমাদের ঈদের প্রস্তুতি কিছুটা বিঘ্নিত হচ্ছে। তবে আমাদের মহাসড়কগুলো ভালো অবস্থায় আছে।’ ফলে ঈদুল আজহায় ঘরমুখী মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারবেন বলে আশাবাদ জানান তিনি।
গত ঈদে মহাসড়কে তেমন যানজট ছিল না উল্লেখ করে মন্ত্রী বলেন, এবারও মানুষের ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে যে কোনো মূল্যে মহাসড়কগুলোকে সচল রাখা হবে।
ওবায়দুল কাদের আরো বলেন, রাতের বেলায় যানবাহনে চাঁদাবাজির কারণে কিছুটা সমস্যা হচ্ছে। সংশ্লিষ্টদের এ ব্যাপারে কঠোর নির্দেশ দিয়ে সতর্ক করে দেওয়া হয়েছে। শিগগিরই এসব নিয়ন্ত্রণ করা হবে।
এর আগে ওবায়দুল কাদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবস্থা ঘুরে দেখেন এবং টোলপ্লাজা নিয়ন্ত্রণকারীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।
আজ ভোর ৫টা থেকে ডিজিটাল স্কেলে টোল আদায়ের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাঁচপুর থেকে মেঘনা পর্যন্ত থেমে থেমে দীর্ঘ যানজট দেখা যায়।