ময়মনসিংহে জমি নিয়ে বিরোধে গৃহবধূকে হত্যা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে পারভীন আক্তার নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মাইজবাগ ইউনিয়নের চরশঙ্কর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় রতন মিয়া (৩০) ও সাদ্দাম (২২) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঈশ্বরগঞ্জ থানার পুলিশ। নিহতের স্বামী বিল্লাল হোসেন বাদী হয়ে ১১ জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা করেছেন।
স্থানীয়রা জানায়, উপজেলায় চরশঙ্কর গ্রামের বিল্লাল হোসেনের সঙ্গে পাশের বাড়ির হেকিম ও রুবেল গংয়ের দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। গতকাল সোমবার বিকেলে ওই বিরোধকে কেন্দ্র করে পারভীন আক্তারকে জবাই করে হত্যা করা হয়। এ সময় হত্যাকারীরা তাঁর স্বামী বিল্লালকেও বেধড়ক পিটিয়ে জখম করে। পরে স্বজনরা বিল্লালকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পারভীনের মৃত্যু হয়।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, গৃহবধূ হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।