৫৭ ধারা বাতিলের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিতর্কিত তথ্যপ্রযুক্তি আইন ৫৭ ধারা বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন জেলার সাংবাদিকরা।
আজ বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বাবুলের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ। নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাব, রূপগঞ্জ প্রেসক্লাব, সোনারগাঁ উপজেলা প্রেসক্লাব, আড়াইহাজার প্রেসক্লাব ও ডেমরা প্রেসক্লাবের সাংবাদিকরা একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন মানবজমিনের স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন রবিন, জনকণ্ঠের নারায়ণগঞ্জ প্রতিনিধি খলিলুর রহমান খলিল, সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম নয়ন, আরটিভির সাংবাদিক শাহাদাৎ হোসেন স্বপন, নিউজ ২৪ ও বাংলাদেশ প্রতিদিনের রূপগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর আলম হানিফ ও সোনারগাঁ উপজেলা প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান নুর।