বেগম মুজিব ধন-সম্পদে নয়, চিত্তে-বিত্তে ঐশ্বর্যনীয় : মতিয়া

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘বেগম মুজিব ধন-সম্পদে নয়, চিত্তে-বিত্তে তিনি ঐশ্বর্যনীয় হয়েছিলেন। মুজিব ভাই, শেখ সাহেব, বঙ্গবন্ধু জাতির পিতা হওয়ার নেপথে যে মানুষটির ভূমিকা ছিল অসামান্য, তিনি হলেন বেগম মুজিব।’
আজ মঙ্গলবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন মতিয়া চৌধুরী। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে আওয়ামী মহিলা লীগ ওই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, ‘বাংলাদেশের স্থপতি যদি বঙ্গবন্ধু হন, তবে প্রধান প্রকৌশলী বেগম ফজিলাতুন্নেছা মুজিব। তাঁর জন্ম না হলে হয়তো বঙ্গবন্ধুকে আরো বাধা অতিক্রম করতে হতো। ইতিহাসের বাঁকে বাঁকে তিনি ছিলেন অতন্দ্র পাহারাদার। নিজে না খেয়ে বঙ্গবন্ধুর কর্মীদের অর্থ দিয়ে সহায়তা করেছেন।’
বক্তারা ৮ আগস্ট বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনকে জাতীয় দিবস হিসেবে পালন করার দাবি জানান।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, মহিলাবিষয়ক সম্পাদিকা ফজিলাতুন্নেছা ইন্দিরা, শিক্ষাবিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মেরিনা জাহান কবিতা প্রমুখ। আয়োজক সংগঠনের সভাপতি সাফিয়া খাতুন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।