ময়মনসিংহে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৯০
ময়মনসিংহে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকা থেকে ৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ময়মনসিংহ জেলার বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পী এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদকসহ বিভিন্ন অপরাধ ও নিয়মিত মামলার পরোয়ানাভুক্ত আসামি রয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
জেলা পুলিশ জানায়, অভিযানে মুক্তাগাছা থানায় ১৫, কোতোয়ালিতে ১৪, ভালুকা ও ঈশ্বরগঞ্জে নয়জন করে ১৮, ফুলপুরে আট, পাগলা ও নান্দাইল চারজন করে আটজন, গৌরীপুরে পাঁচজন, ত্রিশালে সাত, ফুলবাড়ীয়ায় ছয়, হালুয়াঘাট ও ধোবাউড়ায় তিনজন করে ছয়, গফরগাঁওয়ে দুজন, তারাকান্দায় একজনসহ মোট ৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আইয়ুব আলী, ময়মনসিংহ