৮০ লাখ টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ২

নওগাঁর ধামইরহাটে অভিযান চালিয়ে কষ্টি পাথরের দেবী পার্বতী মূর্তি উদ্ধার করেছে র্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। সেই সঙ্গে পাচারকারী চক্রের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন ধামইরহাট উপজেলার জয়জয়পুর এলাকার মামদুল ইসলাম (৪৫) ও দুর্গাপুর এলাকার তরিকুল ইসলাম (৩৫)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার উপজেলার বেনিদুয়ার এলাকায় অভিযান চালিয়ে কালো কষ্টি পাথরের দেবী পার্বতীর মূর্তিসহ তাদের গ্রেপ্তার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাসুদুল ইসলাম ও তরিকুল ইসলাম প্রাচীন পুরাকীর্তি পাচারকারী চক্রের সদস্য। তারা কষ্টি পাথরের মূল্যবান মূর্তি দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে সংগ্রহ করত। এরপর সুযোগ বুঝে সীমান্তবর্তী এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে পাচার করত। এমন সংবাদের ভিত্তিতে কয়েকদিন ধরে র্যাব-৫ এর একটি গোয়েন্দা দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। এরই পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযানিক দল ধামইরহাট থানার বেনিদুয়ার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজত থেকে একটি কষ্টি পাথরের পার্বতী মূর্তি উদ্ধার করা হয়। ২৪ দশমিক ৫ ইঞ্চি উচ্চতার ওই মূর্তিটির ওজন ২৫ দশমিক ১ কেজি। যার আনুমানিক মূল্য ৮০ লাখ টাকা।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মূতিসহ আসামিদের ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে এবং একটি মামলা করা হয়েছে।