নগরের উন্নয়নে সমন্বিত কর্মসূচি প্রয়োজন : মেয়র আইভি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভি বলেছেন, নগরের উন্নয়নের জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সমন্বিত কর্মসূচি প্রয়োজন।
আজ রোববার দুপুরে আড়াই কোটি টাকা ব্যয়ে নগরীর চাষাড়ায় শহীদ মিনারের পাশের ভাষাসৈনিক সড়কের মেরামত ও উন্নয়ন কাজ উদ্বোধনের সময় মেয়র এ কথা বলেন। তিনি বলেন, সিটি করপোরেশনের পক্ষে এককভাবে নগরের উন্নয়ন সম্ভব নয়। এ জন্য সিটি করপোরেশন বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
আইভী বলেন, ২৯ লাখ মানুষের বসবাসকারী এ নগরকে নাগরিকদের বসবাসযোগ্য করে তোলার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি শহরে রাজউকের অধিগ্রহণকৃত অব্যবহৃত সম্পত্তি এবং সিটি করপোরেশনের নির্মিত পাঁচটি মার্কেট সিটি করপোরেশনের কাছে হস্তান্তরের আহ্বান জানান।
এ সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর শারমীন হাবীব বিন্নিসহ এলাকায় বসবাসকারী নাগরিকরা উপস্থিত ছিলেন।
মেয়র আইভী জানান, জাইকার অর্থায়নে আগামী দেড় মাসের মধ্যে এ সড়কটির উন্নয়নের কাজ শেষ হবে। সড়কটির দুই পাশে আরসিসি ড্রেন ও জনচলাচলের জন্য
ফুটপাত নির্মাণ করা হবে।