মালিকরা আইন মানলে কোনো শ্রমিক অসহায় থাকবে না

শ্রমিকদের কল্যাণে সরকারের করা আইন শিল্প মালিকরা মেনে চললে দেশে কোন শ্রমিক অসহায় থাকবে না বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, শিল্প মালিকরা অধিকাংশ ক্ষেত্রেই এ ব্যাপারে কার্পণ্যতা ও অবহেলা করে করে থাকেন। অথচ কোনো শিল্প মালিক এই আইন অমান্য করলে তাঁর জেল জরিমানারও বিধান রয়েছে।
আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের জেলা উপমহাপরিচালকের কার্যালয়ের নবনির্মিত অফিস ভবন উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকদের যাহায্যার্থে সরকার যে ফান্ড করেছে তাতে বর্তমানে ২৫০ কোটি টাকা জমা রয়েছে। কোন শ্রমিক দুর্ঘটনায় মারা গেলে তাৎক্ষণিকভাবে এই ফান্ড থেকে তাঁর পরিবারকে পাঁচ লাখ টাকা সাহায্য দেওয়া হবে। কোনো শ্রমিক কঠিন রোগে গুরুতর অসুস্থ হলে ও কর্ম অক্ষম হয়ে গেলে তাঁকে তিন লাখ টাকা সাহায্য দেওয়া হবে। এ ছাড়া শ্রমিকদের পরিবারের মেধাবী সন্তানরা সরকারি মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে তাদের আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।
খুব স্বচ্ছভাবে শ্রমিকদের জন্য এই অর্থ ব্যয় করা হচ্ছে বলেও জানান মুজিবুল হক চুন্নু। এ ছাড়া শ্রমিকদের সুচিকিৎসার জন্য নারায়ণগঞ্জে ৩০০ শিয্যাবিশিষ্ট একটি অত্যাধুনিক হাসপাতাল নির্মাণের কাজ আগামী অক্টোবর মাসে শুরু হওয়ার কথাও জানান তিনি।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক (অতিরিক্ত সচিব) সামছুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন বিকেএমইএর সহসভাপতি (অর্থ) জি এম ফারুক, সাবেক সহসভাপতি মো. হাতেম, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক কাউছার আহম্মেদ পলাশ।