পুলিশের ওপর হামলার অভিযোগে ৪৩ শিবিরকর্মী আটক

পুলিশের ওপর হামলার অভিযোগে নারায়ণগঞ্জে জামায়াত-শিবিরের ৪৩ কর্মীকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।
আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে প্রচারপত্র, ব্যানার ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে।
পুলিশের ভাষ্য, রাজধানীর বিভিন্ন এলাকার জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের একটি দল বনভোজনের নামে সোনারগাঁও জাদুঘরের ১ নম্বর গেটের উল্টোদিকে সোনারগাঁও মিনি চাইনিজ নামের একটি রেস্টুরেন্ট ভাড়া নেয়। সকাল সাড়ে ৮টায় পুলিশের একটি দল সেখানে গিয়ে তাদের উপস্থিতির কারণ জানতে চয়। তখন তাঁরা বনভোজনের কথা জানান।
সন্দেহ হলে পুলিশ রেস্টুরেন্ট ঘেরাও করার চেষ্টা করে। এ সময় পুলিশের ওপর লোকজন চেয়ার ছুড়ে মারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। পরে অতিরিক্ত পুলিশ ফোর্স ও স্থানীয় লোকজন একত্রিত হয়ে তাদের ধাওয়া দিয়ে ৪৩ জনকে আটক করে। বাকিরা পালিয়ে যায়। আটককৃতদের মধ্যে একজন শিক্ষকও রয়েছেন।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, আটককৃতরা সেখানে গোপন বৈঠক করছিল। তাদের বেশির ভাগের বয়স ১৬ থেকে ২৫ বছরের মধ্যে। এ ছাড়া ৩০ থেকে ৪০ বছর বয়সের বেশ কয়েকজনও আছেন।
ওসি জানান, ঘটনাস্থল থেকে জিহাদি বই, ল্যাপটপ, অন্যান্য বই, কমিটি গঠনের তালিকা, কয়েকটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আটক হওয়া ব্যক্তিদের ব্যবহৃত একটি মোটরসাইকেল, তাদের বহনকারী দুটি বাসও জব্দ করা হয়েছে।