ডা. জাফরুল্লাহর আপিলের শুনানি মুলতবি

আদালত অবমাননার দায়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে করা জরিমানার বিরুদ্ধে আপিলের শুনানি ২৬ জুলাই পর্যন্ত মুলতবি করা হয়েছে। আজ সোমবার তাঁর পক্ষে সময় আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ এ দিন ধার্য করেন।
বেঞ্চের অন্য তিন সদস্য হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
আদালত অবমাননার দায়ে গত ১০ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ ডা. জাফরুল্লাহ চৌধুরীকে এক ঘণ্টা কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখেন এবং পাঁচ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা সাত দিনের মধ্যে পরিশোধ না করলে এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলেও আদেশে উল্লেখ করা হয়। তিনি এরই মধ্যে এক ঘণ্টা আদালতে দাঁড়িয়ে থেকে দণ্ড ভোগ করেছেন। ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ দণ্ডাদেশ দেন।
এ আদেশের বিরুদ্ধে ডা. জাফরুল্লাহ ১৬ জুন সুপ্রিম কোর্টে আপিল করেন। আজ আপিলের শুনানি হওয়ার কথা থাকলেও তাঁর পক্ষের সিনিয়র আইনজীবী উপস্থিত না থাকায় সময় চেয়ে আবেদন করা হয়।
গত ২ ডিসেম্বর সাংবাদিক ডেভিড বার্গম্যানকে আদালত অবমাননার অভিযোগে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে জরিমানা, অনাদায়ে তাঁকে সাত দিনের কারাদণ্ডের আদেশ দেন আদালত। এর পর তাঁর সাজার বিষয়ে উষ্মা প্রকাশ করে বিবৃতি দেন ডা. জাফরুল্লাহসহ কয়েকজন বিশিষ্ট নাগরিক। এতে আদালত অবমাননা হয়েছে বলে সাব্যস্ত হওয়ায় জাফরুল্লাহকে দণ্ড দেওয়া হয়।