জাফরুল্লাহর বিরুদ্ধে আদালত অবমাননার আদেশ ১২ জুলাই

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিন বিচারককে ‘মানসিকভাবে অসুস্থ’ বলায় গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আনীত আদালত অবমাননার অভিযোগের শুনানি শেষ হয়েছে। আগামী রোববার (১২ জুলাই) এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল-২।
আজ মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের হাইকোর্ট বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হয়। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. শাহিনুর ইসলাম।
এ বিষয়ে আবেদনকারীদের আইনজীবী ব্যারিস্টার শামীম আজিজ এনটিভি অনলাইনকে বলেন, বিচারপতিদের ‘মানসিকভাবে অসুস্থ’ বলে যে উক্তি করেছেন, তা আদালত অবমাননার শামিল। এ বিষয়ের ওপর আজ শুনানি অনুষ্ঠিত হয়েছে। ১২ জুলাই আদেশ দেওয়া হবে।
গতকাল সোমবার তিনজন মুক্তিযোদ্ধা ও গণজাগরণ মঞ্চের একাংশ তাঁদের আইনজীবীর মাধ্যমে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বরাবর এ অভিযোগ দাখিল করেন।
আদালত অবমাননার অভিযোগকারীরা হলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল, মুক্তিযোদ্ধা আলী আসগর ও শেখ নজরুল ইসলাম এবং গণজাগরণ মঞ্চের একাংশের আহ্বায়ক কামাল পাশা চৌধুরী ও কর্মী এফ এম শাহীন। তাঁদের পক্ষে ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ গতকাল দুপুরে এ অভিযোগ দাখিল করেন।
এর আগে ১০ জুন আদালত অবমাননার অভিযোগে ডা. জাফরুল্লাহ চৌধুরীকে ‘এজলাসে দাঁড়িয়ে থাকা’ এক ঘণ্টার দণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড সাজা দেন ট্রাইব্যুনাল-২।
ব্রিটিশ নাগরিক ও সাংবাদিক ডেভিড বার্গম্যানকে ট্রাইব্যুনালের সাজার বিষয়ে উদ্বেগ জানিয়ে বিবৃতি দেওয়ায় জাফরুল্লাহ চৌধুরীকে এ সাজা দেওয়া হয়। ট্রাইব্যুনালের রায়ের পর কাঠগড়ায় উঠতে অস্বীকৃতি জানিয়ে দীর্ঘ এক ঘণ্টা ২৫ মিনিট এজলাসে বাকবিতণ্ডা, ট্রাইব্যুনাল ও বিচারপতিদের সম্পর্কে বিভিন্ন উক্তি করেন তিনি। ট্রাইব্যুনাল থেকে বের হয়ে তিনি তিনজন বিচারককে ‘মানসিকভাবে অসুস্থ’ বলে উল্লেখ করেন।