ময়মনসিংহে হত্যা মামলায় চাচা-ভাতিজার যাবজ্জীবন

ময়মনসিংহের সদর উপজেলায় আইনুল হক হত্যা মামলায় চান মিয়া ও তাঁর ভাতিজা মজিবর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে দুজনকে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক বেগম মেহেরুন্নেসা এ রায় দেন। রায়ে চান মিয়ার চার সহোদরসহ পাঁচজনকে খালাস ঘোষণা করেন আদালত। রায় ঘোষণার সময় যাবজ্জীবন দণ্ডাদেশ পাওয়া মজিবর রহমান পলাতক ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৩ সালের ১১ জুলাই ময়মনসিংহ সদর উপজেলার চররাঘবপুরের বাসিন্দা আইনুল হক বাড়ি যাওয়ার পথে টঙ্গীবাড়িঘাটে আসামিরা দা, ছুরিসহ দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালান। এতে আইনুল হক ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় মামলা করা হয়। পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালতে সাক্ষ্যপ্রমাণ শেষে বিচারক এ রায় দেন।
নির্দোষ প্রমাণিত হওয়ায় আদালত চান মিয়ার চার ভাই আবু মিয়া, আদম আলী, কদম আলী ও কালু মিয়া এবং আমজাদ আলীকে খালাস ঘোষণা করেন।
মামলায় রাষ্ট্রপক্ষে সরকারি কৌঁসুলি ছিলেন অ্যাডভোকেট মো. আবদুল গফুর খান ও আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মনোয়ারা পারভীন।