কাপাসিয়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় সড়কের পাশ থেকে আজ শুক্রবার দুপুরে অজ্ঞাতনামা এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, কাপাসিয়ার বরিষাব ইউনিয়নের সালদৈ এলাকায় সালদৈ-গিয়াসপুর সড়কের পাশে আজ এক যুবকের লাশ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে কাপাসিয়া থানার পুলিশ দুপুরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
ওসি জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন ও গলায় ফাঁস লাগিয়ে দড়ি বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, ওই যুবককে নির্যাতন ও শ্বাসরোধে হত্যার পর লাশটি সেখানে ফেলে গেছে দুর্বৃত্তরা। তাঁর পরনে নেভি ব্লু রঙের জিন্সের প্যান্ট এবং বেগুনি ও সাদা রঙের টি শার্ট ছিল।